Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২০

এইচএসসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাব

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডকে প্রস্তাব তৈরি করে পাঠাতে অনুরোধ করে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা আয়োজনে এরইমধ্যে তিনটি প্রস্তাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে  আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সব প্রস্তাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবগুলো হলো-

১. পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজন করা।

২. সিলেবাস ও নম্বর কমিয়ে অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা।

৩. বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের মূল বিষয়গুলোর পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা।

এদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেদিন তিনি পরীক্ষা আয়োজন সংক্রান্ত বিষয়ে কথা বলবেন বলেও জানা গেছে।

Green Tea
সর্বশেষ