শাবি প্রতিনিধি
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবি প্রশাসনের দোয়া ও মিলাদ মাহফিল

ফাইল ফটো
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের শুরুতে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে আশীর্বাদস্বরূপ। বঙ্গকবন্ধুকে হত্যার পর জাতির কাছে যোগ্য নেতৃত্ব ছিল না। আমাদের দেশ বর্তমানে বিশ্বে যে ঈর্ষনীয় অবস্থানে রয়েছে তা কেবল তাঁর নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছে। তিনি বঙ্গবন্ধর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর জন্য দোয়া করবো যাতে তিনি দেশকে আরও সামনে এগিয়ে নিতে পারেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালানা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান।
দোয়া ও মিলাদ মাহফিলে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেশ নিদের্শনা পরিচালক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, দপ্তর প্রধানগণ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দসহ বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিএম ইমরান/ শাবি প্রতিনিধি/আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক