শাবি প্রতিনিধি
আপডেট: ১৬:০৪, ১ অক্টোবর ২০২০
নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছে শাবি শিক্ষক সমিতি

ফাইল ফটো
সম্প্রতি সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে আদিবাসী তরুণীকে পৈশাচিক নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও যুগ্ম সম্পাদক সৌরভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে আদিবাসী তরুণীকে পৈশাচিক নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও পাশবিকতার হার আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শাবি শিক্ষক সমিতি নারীর প্রতি এসব ঘৃণ্য পাশবিক নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। দ্রুততার সাথে মূল আসামিদের গ্রেপ্তারের জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানায় শাবি শিক্ষক সমিতি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নারী নির্যাতনকারী এসব নরপিশাচরা সমাজের অভিশাপ। এসব পৈশাচিক ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন দ্রুত বিচারের মাধ্যমে এদের সর্বোচ্চ শাস্তি প্রদান করে সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানায় শাবি শিক্ষক সমিতি।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক