Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৩, ৬ অক্টোবর ২০২০

‘ধর্ষককে শিরচ্ছেদ করা হোক’ প্ল্যাকার্ডে শাবিতে মাবনবন্ধন

 

শাবি প্রতিনিধি: দেশব্যাপী ধর্ষণ, গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। 

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন । 

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষণের শাস্তি চাই মৃত্যুদন্ড’, ‘ধর্ষণকারীকে পাথর ছুঁড়ে মারা হোক, প্রকাশ্যে শিরচ্ছেদ করা হোক’, ‘করোনার ভ্যাকসিন নয় আগে ধর্ষণকারীদের ভ্যাকসিন চাই’, ‘১৯৭১ সালের ধর্ষণকারীদের পরিচয় ছিলো রাজাকার বর্তমান ধর্ষণকারীদের পরিচয় কি?’, ‘পাশবিকতার দন্ড চাই, নির্মমতার বিচার চাই, নরপিশাচদের রক্ত চাই’, ‘কেমন সন্তান ধারন করলে হে জননী সন্তান তোমার লজ্জা কাড়ে তুমিও শাসনও করোনি?’,‘যে ইজ্জতের দামে স্বাধীনতা পেলাম সে ইজ্জত যদি দেশের কুলাঙ্গারগুলো কেড়ে নেয় তাহলে স্বাধীনতার মানে কি?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ডে বহন করেন।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ধর্ষণের ঘটনার শিকার হচ্ছে মেয়েরা। কিন্তু প্রতিবাদ কেন কোন ছেলেকে করতে হবে। কেন আমার পিতা, আমার ভাই, আমার বন্ধুকে পথে নামতে হবে এই বলে যে ধর্ষণকারীর বিচার চাই। ধর্ষণের শিকার হতে হচ্ছে মেয়েদের কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ধর্ষণকারীর বিচারের দাবি নিয়ে এই মেয়েরাই কন্ঠ উঠাচ্ছে না।’

এছাড়া মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।


জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
 

Green Tea
সর্বশেষ