Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ১৩ অক্টোবর ২০২০

উপবৃত্তি তুলতে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

উপবৃত্তির টাকা তুলতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে সরকার। এর মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন করতে একটি সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো এক নির্দেশনা থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলে সে তথ্য ৭ নভেম্বরের মধ্যে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের।

তবে কোনো অযোগ্য শিক্ষার্থীর অ্যাকাউন্ট খোলা হলে বা যোগ্য শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে অন্য অ্যাকাউন্ট নম্বর সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এমআইএস সফটওয়্যারে (103.48.16.248:8080/HSP-MIS/login) লগইন করে শিক্ষার্থীদের তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

মাউশি বলছে সঠিক নিয়মে টাকা তুলতে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হলেও চলবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ