শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২৩:০৮, ১৮ অক্টোবর ২০২০
শাবির ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ সংগঠনের কমিটি গঠন

মিনহাজুল আবেদীন (সভাপতি) ও শাহ নেওয়াজ শিবলী (সাধারণ সম্পাদক)
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক অন্যতম সংগঠন “বিজ্ঞানের জন্য ভালোবাসা”র নতুন কমিটি গঠিত হয়েছে।
১৭ই অক্টোবর (শনিবার) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নতুন কমিটির ঘোষণা করা হয়। এবং ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হ্রিতেশ তালুকদার।
সভায় গণিত বিভাগের মিনহাজুল আবেদীনকে সভাপতি ও রসায়ন বিভাগের শাহ নেওয়াজ শিবলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি কামরুন নাহার ইতু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৌরভ সূত্রধর, অন্তু শর্মা, বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ উন্নয়ন ও প্রদর্শনী প্রধান সামিউল হাসান, তন্নিমা আক্তার, ফখরুল ইসলাম নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক(সাংগঠনিক) রিফাহ সানজিদা, মোহতাসিম বিন ইসলাম অমি, যুগ্ম সাধারণ সম্পাদক (একাডেমিক) ওমর ফারুক তৌফিক, পল্লব শীল, সাংগঠনিক সম্পাদক আলী আকবর সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক আকিব হোসাইন, সহ-প্রচার সম্পাদক রাকিব হাসান, ইফফাত ঐশী, যোগাযোগ বিষয়ক সম্পাদক শাফায়েত আহমেদ, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, প্রণয় বর্মন, আইটি সম্পাদক মিরাজুল ইসলাম, সহ-আইটি সম্পাদক মোঃ মুনতাসির তালুকদার শাওন, কোষাধক্ষ্য তৌহিদুল ইসলাম রাজিব, আশফিয়া নিগার আনুশকা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক পিয়াল চৌধুরী।
এছাড়া বিজ্ঞানের জন্য ভালোবাসার বিশেষ প্রকাশনা "আমাদের জার্নাল" এর সম্পাদক জয় বণিক, প্রকাশক ইমরান ইসলাম খান শোভন, প্রধান পর্যালোচক নাঈম হোসাইন নির্বাচিত হন।
উল্লেখ্য, ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাত্রা শুরু করে ২০১১ সালের ১৭ এপ্রিল। এই প্রকল্পটির তত্ত্বাবধানে প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত এম সি একাডেমিতে।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক