Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ১৯ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:০৩, ১৯ অক্টোবর ২০২০

শাবিপ্রবি`র ভিসির সাথে ভারতীয় সহকারী-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ও সিলেট অফিসের প্রধান জনাব নীরাজ কুমার জায়সওয়াল এর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।  

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির ভিসি অফিসে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

বিজ্ঞপ্তি অনুসারে, এ সময় পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাঁরা মত বিনিময় করেন এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা করেন। এবং শাবিপ্রবি ক্যাম্পাসে আসার জন্য শাবিপ্রবি ভিসি ভারতীয় হাইকমিশনরকে ধন্যবাদ জানান।  
এসময় সিলেট অফিসের দ্বিতীয় সচিব জনাব টি. জি. রমেশ উপস্থিত ছিলেন।

জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ