Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

চবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:১৭, ১৯ অক্টোবর ২০২০

পাঁচ দফা দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

করোনার ছুটিতে আটকে থাকা বিভিন্ন বিভাগের পরীক্ষা নিতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।স্বাস্থ্যবিধি মেনেই এসব পরীক্ষা দিতে প্রস্তুত বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর এ মানববন্ধননে তারা পাঁচদফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

যেসব পরীক্ষার রুটিন ঘোষনা করা সত্ত্বেও সাধারণ ছুটির কারনে পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি ,অবিলম্বে স্বাস্থবিধি মেনে সেসকল বিভাগের পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করে দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। 

হলসমুহ শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হোক এবংপ্রবেশপত্রের মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া। 

হল সমূহ খুলে না দেওয়া হলেও নিজ নিজ বিভাগকে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া। 

যেসব বিভাগে ২/৩/৪ অথবা এর বেশী পরীক্ষা নেওয়া হয়েছে সেসকল বিভাগের ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া পরীক্ষা সমূহের মূল্যায়নকৃত গ্ৰেডকে ভিত্তি করে ফলাফল প্রকাশ করা। 

পরীক্ষা ইস্যু থেকে আটকে না থেকে পরবর্তী সেমিস্টার/ইয়ার অনলাইন কার্যক্রম শুরু করা। যা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারনে ১৮ মার্চ থেকে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যার ফলশ্রুতিতে আটকে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তার কোনো সীমারেখা দিচ্ছে না শিক্ষামন্ত্রনালয়। তাই আমাদের চট্টগ্রামবিশ্ববিদ্যালয়য়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা সেশনজটে পড়ে গিয়েছি। 

তারা আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে।প্রশাসনের এই  সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা উদ্ভুত সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়েরপ্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি। 


জিএম/ আইনিউজ

Green Tea
সর্বশেষ