Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ২১ অক্টোবর ২০২০

মূল্যায়নের মাধ্যমেই উত্তীর্ণ হচ্ছে শিক্ষার্থীরা: উপমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে পরীক্ষাগুলো স্থগিত হলেও শিক্ষার্থীদের অটোপাস দেয়া হচ্ছে না। মূল্যায়নের মাধ্যমেই তারা উত্তীর্ণ হচ্ছে।

তিনি বলেন, অটোপাস কথাটি বার বার আসছে। কিন্ত এখানে অটোপাসের কোনো বিষয় নেই। অটোপাস কেউ হচ্ছে না, মূল্যায়িত হচ্ছে। গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী মূল্যায়নের ভিত্তিতে তাদের উত্তীর্ণ করা হচ্ছে।

বুধবার দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতকার্য-অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু উন্নত বিশ্বে কাউকে অকৃতকার্য করা হয় না। কারণ কেউ অকৃতকার্য হওয়া মানে আমি প্রতিষ্ঠান হিসেবে তাদের কৃতকার্য করাতে পারিনি। তাই সেভাবেই তাদের মূল্যায়ন করা হয়। আমরাও সেদিকেই যাবো। ভবিষ্যতেও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্কিল দেখতে হবে। কেউ কৃতকার্য না হলে কিন্তু সেটা আমাদেরই দুর্বলতা।

নওফেল আরো বলেন, মূল্যায়ন করার বিষয়ে এখন থেকেই আমাদেরর পরিকল্পনা নেয়া প্রয়োজন। এটি একটি কাঠামোর মধ্যে আনতে হবে। মূল্যায়নের জন্য মূল্যায়ন কেন্দ্র তৈরির বিষয়টি পরিকল্পনাধীন। একটি আইনী সংস্থা করার পরিকল্পনাও আছে। এ বিষয়ে গবেষণা করে একটি স্থায়ী ভিত্তি দেয়ার চিন্তা রয়েছে।

এ সময় আগামী বছরের এসএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা এখনো বলতে পারছি না সয়মতো আগামী বছরের সব পরীক্ষা নিতে পারব কিনা। তা নির্ভর করবে কোভিড পরিস্থিতির ওপর। এখনো অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকে সমাবেশও করছেন। আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলেই কেবল অবস্থার দ্রুত উন্নতি হবে। তখন আমরা সিদ্ধান্ত নিতে পারব। চলামন পরিস্থিতিতে কোনো কিছু অনুমান করা সম্ভব না।

অনলাইনে এ সময় যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

Green Tea
সর্বশেষ