Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২৭ অক্টোবর ২০২০

খুবিতে চতুর্থ একাডেমিক ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত

সংগৃহীত

সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬৩ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট চতুর্থ একাডেমিক ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। 

অপর দিকে ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান এন্ড সন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিপত্র হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার আহবান জানান।

এই ভবনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা ভবন।’ চতুর্থ এই ভবনটির নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার অভাব বহুলাংশে পূরণ হবে এবং নতুন ডিসিপ্লিনও খোলার সুযোগ হবে। 

দশ তলা বিশিষ্ট  এই একাডেমিক ভবনটির নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৬২ কোটি ৭৮ লাখ টাকা। ৩৬ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলী, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Green Tea
সর্বশেষ