Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৬, ২৮ অক্টোবর ২০২০
আপডেট: ১৩:২৮, ২৯ অক্টোবর ২০২০

শাবিপ্রবি’র ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস-পরীক্ষা বর্জন

ফাইল ফটো

ফাইল ফটো

অনলাইন ভিত্তিক মূল্যায়ন গ্রহণের মতো প্রতিকূল সিদ্ধান্তের প্রতিবাদে সকল ধরনের অনলাইন কার্যক্রম বর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশন এর শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়, ২০১৭-১৮ সেশন এর শিক্ষার্থীরা।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবিপ্রবি প্রশাসনের অনলাইনে মার্কস ডিস্ট্রিবিউশন এর মত বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা সকল ধরনের অনলাইন কার্যক্রম বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সব সময়ের দাবি যেনো কোনো শিক্ষার্থী শিক্ষা বৈষম্যের শিকার না হয়। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা তাদের অধিকার বলে তারা মনে করে।

অনলাইন মার্কস ডিস্ট্রিবিউশনকে বৈষম্যমূলক মনে করার কারণগুলোও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কারণগুলো হচ্ছে,

প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সমস্যা। 

দরিদ্র শিক্ষার্থীদের উন্নতমানের ডিভাইসের সমস্যা। 

অনলাইন পরীক্ষায় সঠিক মূল্যায়ণ না হওয়ার আশংকা।

এই মহামারি অবস্থায় শিক্ষার্থীদের মানসিক বিপর্যয়। 

পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার অনুকূল পরিবেশ না পাওয়া।

অনেকে ডাটা পাওয়ার পরেও নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে না পারায় রিভিউ ক্লাসই তাদের একমাত্র ভরসা।সেক্ষেত্রে রিভিউ ক্লাসের পূর্বে অনলাইন পরীক্ষা তাদের আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি প্রশাসন বাস্তবতা গুলোকে বিবেচনায় রেখে অনলাইন মার্কস ডিস্ট্রিবিউশন এর মত  চিন্তা থেকে সরে আসবে। পূর্বে ডিপার্টমেন্ট প্রধান সহ গুরুত্বপূর্ণ শিক্ষকমণ্ডলী এই দাবিতে সহমত পোষণ করে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস নিলেও বর্তমানে বিভিন্ন চিত্র প্রতীয়মান হচ্ছে। অনলাইন টার্ম টেস্ট, এসাইনমেন্ট, ভাইভা, প্রেজেন্টেশন, কুইজ ইত্যাদি উক্ত দাবির সাথে সাংঘর্ষিক হওয়ায় শিক্ষার্থীরা এর বিরোধিতা পোষণ করছে।

তাই তারা প্রতিবাদের ভাষা হিসেবে অনলাইন ক্লাস বর্জন করতে বাধ্য হয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে, প্রশাসন অনলাইন মার্কস ডিস্ট্রিবিউশন কার্যক্রম থেকে সরে আসলে পূর্বের ন্যায় তারা অনলাইন ক্লাসে ফিরে যাবে। এছাড়া  শিক্ষার্থীরা মনে করে, প্রশাসন তাদের এই যুক্তিসঙ্গত দাবীকে মূল্যায়ন করে শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি গঠনে সহায়তা করবে।

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক আমরা এটাই আশা করি। কোন শিক্ষার্থী সমস্যার কারণে ক্লাশ-পরীক্ষায় অংশ নিতে না পারলে আমাদেরকে আগে থেকে জানালে আমরা অবশ্যই তার প্রতি সদয় হবো। এভাবে লেখাপাড়া থেকে দূরে সরে যাওয়াটা শিক্ষার্থীদের ঠিক না। কেননা বর্তমান পরিস্থিতে আমাদের কোন হাত নেই। এখন আমরা যদি থেমে থাকি তাহলে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হবে। যেটা তাদের জন্য ক্ষতিকর। এজন্য আমি চাই শিক্ষার্থীরা নিয়মিত হোক। এবং যদি কোন শিক্ষার্থী সমস্যার কারণে ক্লাশ-পরীক্ষায় নিয়মিত হতে না পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুক। আমরা অবশ্যই তার সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করবো।

 


জিএম ইমরান/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ
 

Green Tea
সর্বশেষ