Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ২৯ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:৪৩, ২৯ অক্টোবর ২০২০

‘ডিসেম্বরের আগেই সীমিত আকারে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান’

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার কারণে প্রায় আট মাস বন্ধের পর ডিসেম্বরের আগেই সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নভেম্বরের শেষে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছেন তারা।

তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এমন চিন্তাভাবনা করা হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে করোনা পরিস্থিতির বিষয়টি আগে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ক্লাস করানো হচ্ছে। তবে সশরীরে ক্লাস করানো সম্ভব না হওয়ায় কেউ কেউ পিছিয়েও আছে। তাদের কথা চিন্তা করে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করা হবে। এরপর একটি মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করা হবে। যারা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত মনে করবে তারাই পরীক্ষায় অংশ নেবে।’

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হবে কি না?- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা পেছানোর এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সে ধরনের পরিস্থিতি তৈরি হলে হয়তো নির্ধারিত সময়ে পরীক্ষা না নিয়ে তা কিছুটা পিছিয়ে আয়োজন করা হবে। তার আগে আমরা সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

উল্লেখ্য, করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ