বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট: ২১:৪৪, ১ নভেম্বর ২০২০
খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন

গ্রামীণফোনের সিম হস্তান্তর
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। রোববার (১ নভেম্বর) বেলা ১১ টায় গ্রামীণফোন কর্তৃপক্ষ খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের কার্যালয়ে এই সিম হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান দ্রুত সময়ে এই চুক্তি বাস্তবায়নের জন্য গ্রামীণফোন এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি গ্রামীণফোনের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও বড় পরিসরে এ ধরনের জনবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান কুদ্দুস, সংশ্লিষ্ট কমিটির আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আনিসুর রহমান, সদস্য অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শামীম আহসান, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন এবং গ্রামীণফোনের জোন ম্যানেজার হাসান হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় ২২৫ (দুইশত পঁচিশ) টাকার বিনিময়ে শিক্ষার্থীরা এক মাস ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন। এই সিমের মাধ্যমে জুম, টিমস, স্কাইপ, গুগল মিট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগলসার্চ, গুগল ড্রাইভ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, জিমেইল, ইয়াহু, হটমেইল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ku.ac.bd ব্রাউজ করতে পারবেন।
শিক্ষার্থীদের মাসের শেষে ডাটা অব্যবহৃত থাকলে তা পরবর্তী মাসের শুরুতে ২২৫ (দুইশত পঁচিশ) টাকা রিচার্জ করলে নতুন ৩০ জিবির সাথে যুক্ত হবে। এই বিশেষ চুক্তির আওতায় নিবন্ধনকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করেই নিজ নিজ ঠিকানায় সিম পাবেন।
অপরদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সিম গ্রহণের জন্য যেসব শিক্ষার্থী নিবন্ধনের সময় উল্লেখ করেছেন তাদেরকে স্ব স্ব ডিসিপ্লিনে যোগযোগ করে সিম নেওয়ার জন্য বলা হয়েছে।
আইনিউজ/ এস.এ.ই
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক