Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউইজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১২ নভেম্বর ২০২০

দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরও ১৩ জন মারা গেছেন। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজার ১৪০ জনে।

অপরদিকে গত একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৫ জন।  মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে লাখ ২৭ হাজার ১৯৮ জনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি বেসরকারি ১১৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১১২টি। নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ হাজার ৮০০টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ। আর মোট পরীক্ষায় পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ০৮ শতাংশ।

নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ নয়জন এবং নারী চারজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও হাজার ৭৩৭ জন। নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৪৪ হাজার ৮৬৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ।

গত মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ