Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১২, ১৩ নভেম্বর ২০২০

সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পাবে শিক্ষার্থীরা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে অনেকদিন ধরেই বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাই অনেক বিশ্ববিদ্যালয় অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখছে। এদিকে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বড় সুখবর দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাশ্রয়ী মূল্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ফ্যাকালটি মেম্বারদের ইন্টারনেট ডাটা প্যাক দিতে ইউজিসির সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন।

বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফ্যাকালটি মেম্বাররা সাশ্রয়ী মূল্যে গ্রামীণফোনের ইন্টারনেট ডাটা প্যাক কিনতে পারবেন।

ইউজিসির অতিরিক্ত সচিব ড. ফেরদৌস জামান ও গ্রামীণ ফোনের সিবিও কাজী মাহবুবসহ প্রত্যেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ উদ্যোগে এগিয়ে আসার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানান ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ।

ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ