Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:৫০, ২২ নভেম্বর ২০২০

কুবির ইতিহাসে প্রথমবারের মতো কর্মচারীরা পাচ্ছে প্রশিক্ষণ

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে 'ডিসিপ্লিনারিস,সার্ভিস রুলস এন্ড অফিস ম্যানেজমেন্ট' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।   

রোববার (২২ নভেম্বর ) সকাল ৯ টায় কুবি ভাচুর্য়াল ক্লাস রুমে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বার্ডের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তার বক্তব্যে বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কর্মচারীরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পেতে যাচ্ছে, এটি অত্যন্ত আনন্দের। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মের গতিশীলতা বৃদ্ধি পাবে। উপাচার্য হলেও আমি আপনাদের মতো একজন সরকারী কর্মচারী বটে, কাজেই নিয়মের বাহিরে কোন কিছু করা এখানে অসম্ভব। আপনারা সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন যা প্রশংসনীয়"।

তিনি আরও বলেন, 'আপনাদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়েল মূল লক্ষ্য দক্ষ প্রোডাক্ট তৈরী করা। এখানে প্রোডাক্ট হলো আমাদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মান যত ভাল হবে, বিশ্ববিদ্যালয়ের মান তত উন্নত হবে। আপনারা সুশৃঙ্খলভাবে কর্মশালা সম্পন্ন করেন এই আশাবাদ ব্যক্ত করছি'।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, যে কোন প্রতিষ্ঠানে কাজের মান এবং দক্ষতা নিশ্চিতে ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান জরুরি। কর্মকর্তা-কর্মচারী যত বেশী দক্ষতা অর্জন করতে পারবে বাস্তবিক কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে তত দ্রুত এবং সহজে সামনে এগিয়ে নিতে পারবে।

আমি বিশ্বাস করি, আজকের প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা রুলস রেজুলেশনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারবে। রুলস সবার জন্যই সমান। তিনি আরও বলেন, 'কর্মকর্তা যদি তার অধীনস্ত ব্যক্তিকে অনিয়ম করতে বলে সেখানে সততার সাথে দায়িত্ব পালন করলে অধীনস্ত ব্যক্তিরই জয় হবে'।

আইনিউজ/খালেদুল হক

Green Tea
সর্বশেষ