বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আট দফা দাবিতে কুবির কর্মচারীদের মানববন্ধন

৮ দফা দাবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আট দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।
রোববার (২২ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মচারী সমিতির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কর্মচারী নেতারা বলেন, আট দফা দাবির প্রেক্ষিতে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ সময় কর্মচারীরা, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই, শূণ্যপদে নিয়োগ চাই, স্বজনপ্রীতি মুক্ত নিয়োগ চাই, রেজিস্ট্রার অফিসে বদলি চাই, ওভারটাইম নিয়ে অযুহাত চলবে না’ এসব লেখা সম্বলিত প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
কর্মচারীদের আট দফা দাবি গুলো হলো- জেষ্ঠ্যতার ভিত্তিতে শূণ্যপদে নিয়োগে মৌখিক পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণকৃত আপগ্রেডেড অভ্যন্তরীণ সকল প্রার্থীকে নিয়োগ দেওয়া, কর্মচারীদের জন্য নীতিমালা প্রণয়ণ ও সংশোধন, ল্যাব টেকনেশিয়ানদের প্রস্তাবিত সময়সীমা নীতিমালায় সংযুক্ত করা, যাদের বিভাগীয় মামলা ও সাময়িক বহিষ্কারাদেশ আছে তাদের সাধারণ ক্ষমা করা।
এছাড়া ওভারটাইম কর্মঘণ্টা বৃদ্ধি ও স্কেল অনুযায়ী আর্থিক সুবিধা নিতে নীতিমালা প্রণয়ণ, কর্মচারীদের উচ্চশিক্ষার প্রশাসনিক অনুমতি এবং সার্টিফিকেট নথিভুক্ত করণ করা, যথাসময়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং আপগ্রেডেড কর্মচারীদের স্থায়ীকরণ এবং টেকনেশিয়ান ও প্লাম্বারদের পদ তৃতীয় শ্রেণীতে ভুক্ত করণ।
আইনিউজ/খালেদুল হক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক