Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ২৭ নভেম্বর ২০২০
আপডেট: ২০:২৬, ২৭ নভেম্বর ২০২০

কুবি কর্মকর্তাদের নিয়ে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

`ফিনানশিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট` শীর্ষক কর্মশালা

`ফিনানশিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট` শীর্ষক কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে দু'দিন ব্যাপী 'ফিনানশিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট' শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহায়তায় অ্যানুয়েল ট্রেইনিং প্রোগ্রাম কমিটি (এটিপি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তাহের।

এতে সভাপতিত্ব করেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড একাউন্টস দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক পরিচালক ইব্রাহিম কবির এবং ইউজিসি'র পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক কামাল হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় ভার্চুয়ালি যোগ হয়ে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কর্মকর্তাদের দক্ষতা অর্জনের জন্য ট্রেইনিং প্রোগ্রাম প্রয়োজন। একটা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রত্যেক জনশক্তিকে প্রযুক্তিগত জ্ঞানসহ সব ধরনের দক্ষতা প্রয়োজন। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির এমন প্রোগ্রাম আগামীতে দক্ষ জনশক্তি গড়ে তুলবে। 

আইনিউজ/খালেদুল হক

Green Tea
সর্বশেষ