Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২৮ নভেম্বর ২০২০

প্রাথমিকের আবেদনে ভুল সংশোধন কার্যক্রম শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরণের ভুল করে থাকেন। আবেদন করার পর সেই ভুল চোখে পড়ে। কিন্তু তখন আর তা ঠিক করা সম্ভব হয় না। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন করার সময় কেউ যদি কোনো ভুল করে থাকেন, তবে তিনি এখন তা সংশোধন করার সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়ায় হওয়া ভুল সংশোধন কার্যক্রম শনিবার (২৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা শনিবার (২৮ নভেম্বর) থেকে তাদের ভুল সংশোধন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হওয়া আবেদনকারীরাই সংশোধনের এ সুযোগ পাবেন।

এর আগে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া শেষ হয়। এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে শুরু হয়েছিল ২৫ অক্টোবর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ