বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট: ২০:০৫, ১ ডিসেম্বর ২০২০
খুবিতে ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন

ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন
‘ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শ্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় খুবি চারুকলা স্কুলের উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান জাহিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস।
এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য নিয়ে যে অপতৎপরতা চলছে এটি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। যে অশুভ শক্তি এই অপতৎপরতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়াতে হবে। মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরেুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের প্রধানসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এস.এ.ই
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক