Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২ ডিসেম্বর ২০২০

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবে। আজ থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত কার্ড তোলা যাবে।

গত রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ড নেয়ার আবেদনের সঙ্গে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ