Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ২ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০১, ২ ডিসেম্বর ২০২০

কুবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. এ. কে. এম. রায়াহন উদ্দিন, নির্বাচন কমিশনার নকীবুন নবী ও মো: সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানা যায়।

তফসিল সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রয় শুরু হবে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

আইনিউজ/খালেদুল হক/এইচএ

Green Tea
সর্বশেষ