বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
খুবিতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘বাঁধন’ এর পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপাচার্যের বাসভবন সংলগ্ন মাঠে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সুবিধাবঞ্চিতদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফায় ১৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয় দফায় অনুষ্ঠানে আসতে পারেননি এমন আরও ৫০ জনকে বাঁধনের সদস্যরা শীতবস্ত্র পৌঁছে দেবেন।
এ সময় উপাচার্য ফায়েক উজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন রয়েছে তবে বাঁধনের কার্যক্রম ব্যতিক্রমী। করোনার মারাত্মক প্রকোপের মধ্যেও বাঁধন খুবি ইউনিটের কর্মীরা মুমূর্ষু রোগীদের জন্য প্রতিদিন প্রায় দশ ব্যাগ রক্তের ব্যবস্থা করেছে।
এছাড়াও, তারা কখনো বন্যা কবলিত অঞ্চলে মানুষের সাহায্যে ছুটে গেছে, আবার এখন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। এই কাজগুলো করতে করতে তারা নিজেদের মানবসেবায় উদ্বুদ্ধ করে তুলছে এবং পরবর্তী কর্মজীবনেও তারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। এ সময় আরও বক্তব্য রাখেন ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস।
প্রসঙ্গত, ‘বাঁধন-খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট’ ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আইনিউজ/সায়মা আক্তার এশা
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক