Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ৬ ডিসেম্বর ২০২০

নানা আয়োজনে কুবিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

রোববার ( ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সাংবাদিক সংগঠন। সকালে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে সংগঠনটি।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক . মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক . স্বপন চন্দ্র মজুমদার সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রেজিস্ট্রার অধ্যাপক . আবু তাহের বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিলগ্নে সাংবাদিক সমিতি সবসময়ই সর্বোচ্চ সহায়তা করেছে। ধারাবাহিতা এর আগেও দেখেছি ভবিষ্যতেও দেখতে চাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবে আমরা আশা রাখছি। সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সর্বাত্মক মঙ্গল কামনা করছি।

সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক বলেন, আমরা প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে থাকি। এবছর করোনা পরিস্থিতির কারণে সেসব সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় খুললে আমরা বড় পরিসরে আবারও আয়োজন করব।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফটো কন্টেস্ট এর সেরা ১০জনের নাম ঘোষণা করা হয়। এছাড়া কেক কাটা শেষে ক্যাম্পাসজুড়ে আমলকি, গাব, চালতা, বকুল, কাউফল, আম, লিচু ইত্যাদি বিভিন্ন ধরণের বৃক্ষরোপণ করা হয়।

এছাড়া সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে সাংবাদিক সমিতির একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২০১৩ সালের ডিসেম্বর প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদন পায়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ