Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ৬ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে কুবি শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করেন।

বঙ্গবন্ধু পরিষদের সদস্যদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ, ব্যবস্থাপনা শিক্ষা অনুষদের ডিন ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী প্রমুখ।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. শামিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের এবং ভাস্কর্য বিরোধিতাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান করেন।

এসময় শিক্ষক সমিতির সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই এ মাটির শস্য-দানা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে এখন বঙ্গবন্ধুর বিরোধিতা করছে। তাদের বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে অচিরেই এ দেশ মৌলবাদীদের হাতে চলে যাবে।

মানববন্ধন শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু পরিষদ। 

আইনিউজ/খালেদুল হক

Green Tea
সর্বশেষ