Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫০, ৭ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুবি বঙ্গবন্ধু পরিষদের নিন্দা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ।

রোববার (৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদের নেতারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুত্রে, অবিচ্ছেদ্য ভাবে গাঁথা। তার মহান নেতৃত্বের মধ্য দিয়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। তিনি সদ্যস্বাধীন দেশটিকে বিশ্বের দরবারে অসাম্প্রদায়িক দেশ হিসেবে তুলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা ও দেশ বিরোধী চক্র তালে সপরিবারে হত্যা করেন। এরপরে দেশে দুর্নীতিগ্রস্থদের হাতে চলে যায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা বিরোধী শক্তির শক্তি নিস্ক্রিয় করে দেয়। যার কারণে তাকে ও হত্যা চেষ্টা করা হয়।

নেতারা আরো বলেন, বঙ্গবন্ধু পরিষদ বিশ্বাস করে যে, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর এ প্রতিক্রিয়াশীল, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদ চক্রের অযৌক্তিক বক্তব্য কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেব প্রচার করার ঘৃণ্য অপপ্রয়াস।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রধানের দাবি জানায়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ