Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৭ ডিসেম্বর ২০২০

খুবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে স্বাশিপের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ‘এ নিছক ভাস্কর্য ভাঙচুর নয়, ভয়ানক দেশদ্রোহিতা' শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানা। দেশ ও জাতি এই ধৃষ্টতা মেনে নেবে না। মানববন্ধন থেকে কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাশিপের উপদেষ্টা প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. তুহিন রায় ও ড. দুলাল হোসেন । মানববন্ধনটি সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাশিপের অন্যান্য সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আইনিউজ/সায়মা আক্তার এশা 

Green Tea
সর্বশেষ