নোবিপ্রবি প্রতিনিধি
পরিচ্ছন্নতা কর্মী দুলাল বাঁচতে চায়

সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলের পরিচ্ছন্নতাকর্মী দুলাল মিয়া খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা উনার পরিবারের পক্ষে সম্ভব নয় বিধায় সবার সহযোগিতা চেয়েছেন।
জানা যায়, নোয়াখালী জেলার সদর উপজেলার ইসলামগঞ্জ এলাকার নিবাসী দুলাল মিয়া বিগত ৫ বছর যাবত ভাষা শহীদ আব্দুস সালাম হলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকাস্থ ইবনে সিনা হসপিটালে স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় উনি খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে মহাখালী জাতীয় ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন আছেন।
দুলাল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম জানান, দুলাল মিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ মহাখালী জাতীয় ক্যান্সার হাওপাতালে ভর্তি করানো হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, দুলালের খাদ্যনালীতে দ্রুত অপারেশন করা প্রয়োজন। এর জন্য প্রয়োজন হবে ৫ লক্ষ টাকা। যা দুলালের নিন্মবিত্ত পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব ।
দুলালের স্ত্রী আরো জানান, দুলাল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২ সন্তানের জনক দুলালের উপর নির্ভরশীল গোটা পরিবার। ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রশাসন দুলালের চিকিৎসার জন্য পূর্বে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে।
উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয় পরিবারটির পক্ষে বহন করা সম্ভব নয় বিধায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী ও সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতায় চেয়েছেন।
আইনিউজ/ফাইয়াজ ইশতিয়াক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক