Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১০ ডিসেম্বর ২০২০

নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য যাতায়াত ভাড়া ও আবাসিক হল ফি মওকুফ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য কোভিড- ১৯ শুরু হওয়ার পর থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত যাতায়াত ভাড়া এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য সিট ভাড়া বিদ্যুৎ বিল মওকুফ করেছে নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক . মো আবুল হোসেন শিক্ষা শাখার ডেপুটি রেজিস্টার মোহাম্মদ জসীম উদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কতৃপক্ষের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড- ১৯ শুরু হওয়ার পর থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত যাতায়াত ভাড়া এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য সিট ভাড়া বিদুৎ বিল মওকুফ করা হয়েছে।

আইনিউজ/ফাইয়াজ/এইচএ

Green Tea
সর্বশেষ