নিজস্ব প্রতিবেদক
ঢাকার সব সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু ১৫ ডিসেম্বর

ফাইল ছবি
ঢাকা মহানগরীর সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্কুল নির্ধারণ হবে।
আজ (শুক্রবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মাউশি গত সপ্তাহের শুরুতে মাধ্যমিক স্কুলে ভর্তি সংক্রান্ত একটি নীতিমালা প্রস্তাবনা আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এ বিষয়ে মাউশি পরিচালক (মাধ্যমিক) বেলাল হোসেন বলেন, সরকারি স্কুলে ভর্তির বিষয়ে নীতিমালা গতকাল মন্ত্রণালয় অনুমোদন করেছে। আজ মাউশি থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষার্থীরা ১৫ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং ২৭ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। এ আবেদন শুধু অনলাইনেই করা যাবে। আর ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্কুল নির্ধারণ করা হবে। পরে, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তির তারিখ ও প্রক্রিয়া জানিয়ে দেবে।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক