Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ১১ ডিসেম্বর ২০২০

সিন্ডিকেটে কুবি শিক্ষক সমিতির নির্বাচন কমিশন পুনর্গঠনের সিদ্ধান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২১ নিয়ে শিক্ষকদের বিরোধ নিরসনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় দু’পক্ষের পাল্টাপাল্টি গঠিত নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু সব পক্ষ নির্বাচন চায় সেজন্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ট্রেজারারের তত্ত্বাবধানে কমিশন পুনর্গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, নির্বাচন কমিশনার হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হকের সমন্বয় করে নির্বাচন কমিশন পুনর্গঠন করার সিদ্ধান্ত হয়।

পুনর্গঠিত এ কমিশন পূর্বের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বরই নির্বাচন করবে। ট্রেজারার আরো জানান, আওয়ামীপন্থি নীল দলের দু’পক্ষ এবং বিএনপিপন্থি সাদা দল সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নতুন কমিশনের অধীনে নির্বাচনে যেতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। তবে শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠনের বাধ্যবাধকতা থাকায় একই দিন নির্বাচন কমিশন গঠনে কার্যনির্বাহী সভা ডাকা হলেও তাতে সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারের অনুসারীরা অংশ নেয়নি।

উক্ত সভায় সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ পন্থীরা নির্বাচন কমিশন গঠন করে। পরে ৩ ডিসেম্বর পাল্টা কমিশন গঠন করেন সাধারণ সম্পাদক পন্থীরা। এছাড়া ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের কাজী ওমর-জিয়া কমিটিকে মেয়াদোত্তীর্ণ দাবি করে তাদের প্রতি অনাস্থা জানিয়ে ড. জি.এম.মনিরুজ্জামানকে আহবায়ক এবং ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি করে শিক্ষকদের একাংশ। পরে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের দু’পক্ষই নীল দল আখ্যা দিয়ে পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা করে।

আইনিউজ/খালেদুল হক

Green Tea
সর্বশেষ