Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ১১ ডিসেম্বর ২০২০

নাসার বিজ্ঞানী হিসেবে কাজের সুযোগ পেলেন শাবির ফাহাদ

ফাহাদ আল আবদুল্লাহ

ফাহাদ আল আবদুল্লাহ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)'য় আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন। 

জানা যায়, তিনি নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে পোস্টডোক্টরাল সায়েন্টিস্ট হিসাবে কাজ শুরু করবেন। তার কর্মক্ষেত্রটি নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে। 

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করব, যা আমার কাছে অবাস্তব মনে হচ্ছে। এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ