Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮, ১২ ডিসেম্বর ২০২০

রোববার কুবি শিক্ষক সমিতির নির্বাচন

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২০ এর নির্বাচন রোববার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ জানান, শিক্ষক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নিবার্চনে ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হক।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর আহ্বান করা শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এ সভায় অংশ না নেওয়া শিক্ষকদের একটি অংশ গঠিত নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করে পাল্টা কমিশন গঠন করে। এ পরিস্থিতিতে শিক্ষকদের মধ্যকার বিরোধ নিরসনে ১০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেটে কমিশন পুনর্গঠিত হয় এবং এ কমিশনের অধীনেই শিক্ষকরা নির্বাচনে যেতে সম্মতি প্রকাশ করেন।  

আইনিউজ/খালেদুল হক

Green Tea
সর্বশেষ