বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট: ২১:৫৫, ১৩ ডিসেম্বর ২০২০
কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. শামীম, সম্পাদক ড. কামাল

সভাপতি ড. মো. শামিমুল ইসলাম ও সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল (শামীম-কামাল) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে রাত ৮ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো. সাদেকুজ্জামান, মোহাম্মদ মাকসুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো.রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো: তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক এবং আমান মাহবুব।
প্রসঙ্গত, এবারের শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে বিরোধ দেখা দেয়। সে বিরোধে ফাঁটল ধরে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদেও। বিরোধকে কেন্দ্র করে শিক্ষকদের দুইটি পক্ষই নির্বাচনের জন্য পাল্টাপাল্টি কমিশন করে নীল দলের প্যানেল ঘোষণা করে। পরবর্তীতে ১০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় দুইটি কমিশনকে সমন্বয় করে কমিশন পুনর্গঠন করা হয়।
আইনিউজ/খালেদুল হক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক