Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ১৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৫২, ১৪ ডিসেম্বর ২০২০

শাবিপ্রবির এক কিলো সংলগ্ন দুইটি যাত্রী ছাউনির উদ্বোধন

পথচারীদের ব্যবহারের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর এক কিলোমিটার রাস্তা সংলগ্ন  দুইটি নবনির্মিত যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়ছে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় এ যাত্রী ছাউনী দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, শাবিপ্রবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।  

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অথিতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকান্ড নিয়ে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সন্তুষ্ট রয়েছে। বরাদ্ধকৃত অর্থের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং শিক্ষাগত গুনগত মান বৃদ্ধি করে আগামী দিনে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের প্রত্যাশা।

শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারী বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফকরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এ.কে.এম ফেরদৌস প্রমুখ।

জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ


 

Green Tea
সর্বশেষ