শাবিপ্রবি প্রতিনিধি
আইএসডব্লিউআর এর পরিচালকের মৃত্যুতে শাবিপ্রবি সমাজকর্ম বিভাগের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট (আইএসডব্লিউআর) এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আবু তাহের এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ কর্তৃপক্ষ।
গতকাল রবিবার রাতে (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, শাবি সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত অধ্যাপক ড. মোঃ আবু তাহের এর রুহের মাগফিরাত কামনায় গত ১০ ডিসেম্বর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের শিক্ষকবৃন্দ তাঁর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এসময় প্রয়াত ড. মো. আবু তাহের এর সময়ানুবর্তিতা, একাডেমিক একনিষ্ঠতা, ও পাণ্ডিত্য নিয়ে তাঁর ছাত্ররা অভিজ্ঞতা বর্ণনা করেন। সভায় প্রয়াতের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন অধ্যাপক ড. আ. ক. ম. মাহবুবুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফয়সল আহম্মদ, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. তুলসী কুমার দাশ, অধ্যাপক মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী, অধ্যাপক তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্বাস, সহযোগী অধ্যাপক আবুল কাশেম ও সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক