Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ১৫ ডিসেম্বর ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে ভার্চুয়াল ফটোগ্রাফি এক্সিবিশন

ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশনের (আই ইউ পি এ)  আয়োজনে  চলছে তিনদিনব্যাপী ভার্চুয়াল ফটোগ্রাফি এক্সিবিশন।

"IUPA Photo Festival - Season 1" শিরোনামে প্রথমবারের মতো সংগঠনটি আয়োজন করেছে এই এক্সিবিশনের। করোনা মহামারীর কারণে অনলাইনের মাধ্যমে এক্সিবিশনের সকল কার্যক্রম চলছে।

প্রায় ৪৫০ জন ফটোগ্রাফারের ১৩০০টিরও বেশি ছবির মধ্য থেকে বাছাই করে সেরা ৫৫ টি ছবি নিয়ে এক্সিবিশন হচ্ছে। বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশের সুনামধন্য ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লব। 

এক্সিবিশনটি স্পনসর করেছে "ডিজিটাল শপ" প্রতিষ্ঠান এবং ভার্চুয়াল গ্যালারি স্পনসর করেছে "লাইট পিন"। এক্সিবিশনে কোনো এন্ট্রি ফি/ রেজিস্ট্রেশন ফি নেই। সংগঠনটির বর্তমান দায়িত্বে রয়েছে জীবন মালাকার (সভাপতি) এবং সোহানুর রহমান (সাধারণ সম্পাদক)। 

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক্সিবিশনটি চলবে বুধবার(১৬ ডিসেম্বর) পর্যন্ত।

Green Tea
সর্বশেষ