শাবিপ্রবি প্রতিনিধি
যথাযথ মর্যাদায় শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন শাবিপ্রবি প্রশাসন। ছবি: আইনিউজ
যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচীর উদ্যোগ নেয় শাবিপ্রবি প্রশাসন।
১৬ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ৭টায় শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উপলক্ষ্যে নেওয়া বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর শাবিপ্রবির ভিসির নেতৃত্বে ৭.৪৫ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সকাল ৮.০৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দরা ।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব এপ্লাইড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ, স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মনিরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচারের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আবদুল গনি, মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও শাবি প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগসহ বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল প্রশাসন, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
জিএম ইমরান/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক