Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ১৬ ডিসেম্বর ২০২০

বর্ণাঢ্য আয়োজনে কুবিতে বিজয় দিবস পালিত

কুবির বিজয় র‌্যালি

কুবির বিজয় র‌্যালি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালন করা হয়েছে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এরপর সকাল ১০টা ৪০মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।

উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পায় বাঙালি। তাই এই দিনটি বাংলাদেশের সবচেয়ে আনন্দের এবং বড় প্রাপ্তির।

তিনি আরও বলেন, আমরা যা বলি তা যদি বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।’ 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার বুদ্ধিজীবী থেকে কৃষক জনতাসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করেন। জাতির পিতার দৃঢ়তা এবং শক্ত সাহসে আমরা আজকের এই ভুখন্ড পেয়েছি। ৭৫ এ ঘাতকদের হাতে শহীদ হবার পূর্বমুহূর্ত পর্যন্ত দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধু ছিলেন বদ্ধ পরিকর। তাই আজকের এই বিজয়ের দিনে আমাদের একত্রিত হয়ে সামনে এগিয়ে যাবার প্রতিজ্ঞা করা প্রয়োজন। '

এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। 

আইনিউজ/খালেদুল হক

Green Tea
সর্বশেষ