Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪২, ১৬ ডিসেম্বর ২০২০

নোয়াখালীতে শাবির `কিন`র দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অন্যতম 'কিন' (KIN)। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যে সংগঠনটি বিভিন্ন সময়ে নানান ধরণের উদ্যোগ নিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় এবারের শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে "BaakShow Entertainment - Ray's Comedy Club" এর সহযোগিতায় আয়োজন করে "KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি'২০২০"।

আর এ প্রোগ্রামের ধারাবাহিক অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে KIN এর প্রতিনিধিরা সংগ্রহ করেছে পুরাতন শীতবস্ত্র ও আর্থিক সাহায্য। সকলের সহযোগিতায়  প্রোগ্রামের ১ম ধাপ, "সংগ্রহ কর্মসূচি", সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এখন প্রস্তুতি চলছে ২য় ধাপ, " শীতবস্ত্র বিতরণ কর্মসূচী"। সমগ্র দেশব্যাপী বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষগুলোকে বিতরণ করা হবে শীতের কাপড় এবং কম্বল।

এছাড়া, আর্থিক সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত বিকাশ, রকেট এবং ডিবিবিএল নম্বরে। বিকাশ(পারসোনাল) :০১৭৭৬৫৬৭৮১১, রকেট (পারসোনাল): ০১৬১২৭০২১৩০-১, ডিবিবিএল (A/C) : AROVIN AL NAYEM 2011050012175. 

জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি / আইনিউজ

Green Tea
সর্বশেষ