Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ১৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৪, ১৭ ডিসেম্বর ২০২০

করোনাকালে ‌‌`সাস্টকাস্ট`র ব্যতিক্রমী বিজয় উদযাপন

করোনাকালীন সময়ে ব্যতক্রমীভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AI এনহ্যান্সড রেডিও প্ল্যাটফর্ম 'সাস্টকাস্ট'।  বৃহস্পতিবার  বিকালে (১৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সংগঠনটির প্রোডাক্ট ম্যানেজমেন্ট এসোসিয়েট এনামুল হক।  

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, গতকাল (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্য দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। তবে, দিনব্যাপী এসকল আয়জনের অন্যতম বিষয় ছিল বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা এবং শাবিপ্রবির অবসরপ্রাপ্ত সিকিউরিটি গার্ড মো. জিন্নাত আলী মৃধার সাথে কথোপকথন। 

সাস্টকাস্টের এসকল প্রোগ্রামে  শাবিপ্রবির ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছিলো। সংগঠনগুলো হল-রিম মিউজিক্যাল ক্লাব, NONGAR, শিকড়, SUDS, SUST SD। 

সাস্টকাস্টের এই ভার্চুয়াল বিজয় দিবস উদযাপনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল সিলেটের ফুড ডেলিভারী এপ 'খানিদানি'। এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে ছিল 'Tent Comminications'.

উল্লেখ্য, সাস্টকাস্ট ২০২০ সালের ১৮ই সেপ্টেম্বর যাত্রা শুরু করে। গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে ২৪ ঘন্টা শোনা যাবে এই মোবাইল এপ্লিকেশন। 

জিএম ইমরান/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ