Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৭ ডিসেম্বর ২০২০

অনুষ্ঠিত হলো হোয়াইট ডাভের ‘বিজয় দিবসে বিজয়িনী’

সংগৃহীত

সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে ১৬ ই ডিসেম্বর রাত ৮টায়  জুম অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত হলো "White Dove" প্রোজেক্টের "বিজয় দিবসের বিজয়িনী" ভার্চুয়াল প্রোগ্রাম। প্রোগ্রামটিতে মডারেটিং এ ছিলেন মার্জিয়া সুলতানা এবং সানজিদা আক্তার। 

প্রোগ্রামের শুরুতেই সম্মানীত বিচারক এবং প্রকল্পের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন "White Dove" প্রকল্পের কো অর্ডিনেটর জেসমিন খাতুন।

আলোচনা পর্বের শুরুতেই সানজিদা ইসলাম ইরা আলোকপাত করেন আজকের প্রোগামটির শিরোনাম 'বিজয় দিবসে বিজয়িনী'। বিজয় দিবসকে কেন্দ্র করে "White Dove" প্রকল্পটির ২৫ জন নারী স্বেচ্ছাসেবীদের জন্য আয়োজিত "উদ্যোক্তা কথন" প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের শুভেচ্ছা জানান।

পরবর্তিতে রাফিয়া ইসলাম ভাবনা আলোকপাত করেন প্রতিযোগিতার বিস্তারিত সম্পর্কে। এটি ছিল প্রকল্পটির প্রথম প্রতিযোগিতা।

আরো আলোচনা করেন বাংলার বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে এদেশের সাহসী নারীদের অবদান এবং তাদের ভূমিকা সম্পর্কে।

সবশেষে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন জেসমিন খাতুন। তিনি জানান প্রতিযোগিতার ক্যাটাগরি অনুযায়ী বিজয়ী ৪ জন।

বিজয়ীরা হলেন-উদ্যোক্তা কথনে অনন্যা দেব রায় (১ম,জাককানইবি),আফিয়া ইবনাত (২য়,জাককানইবি) এবং উদ্যোক্তা স্বনির্ভরতায়-মাসকুরা জান্নাত মিম (১ম,খুবি) এবং মার্জিয়া সুলতানা (২য়,নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ)। 

সর্বশেষে রাফিয়া ইসলাম ভাবনা শুভেচ্ছা জানান সকলকে। ধন্যবাদ জানান সোহান মাহমুদ মৃদুল কে সার্বিক সহোযোগিতার জন্য। সেই সাথে আরো জানান কিছু পরিকল্পনার কথা। সর্বোপরি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রোগামটির সমাপ্তি ঘোষণা করেন।

আইনিউজ/মো. আজিজুল ইসলাম

Green Tea
সর্বশেষ