Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ২০ ডিসেম্বর ২০২০

‘যিনি দক্ষতার সাথে কাজ সম্পাদন করেন তিনিই লিডার’

`ফাইন্যান্সিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট` শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

`ফাইন্যান্সিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট` শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

‘প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আমাদের সবাইকে সরকারী রুলস রেজুলেশন মেনে চলতে হয়। আমরা কেউ স্বাধীন নই, আমাদের সবাইকে একটি নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। অফিসার মানেই লিডার। লিডার মানে শ্লোগান দেয়া নয়, সেই লিডার যিনি দক্ষতার সাথে নিয়ম মাফিক কাজ সম্পাদন করেন।’  

রোববার(২০ ডিসেম্বর) এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ কথা বলেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং এন্যুয়াল ট্রেইনিং প্রোগ্রাম (এটিপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মকর্তাদের নিয়ে দুইদিনব্যাপী 'ফাইন্যান্সিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাচুর্য়াল ক্লাস রুমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালকবৃন্দ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র এ্যাসিসট্যান্ট সেক্রেটারী মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। 

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, "আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরণ করবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন দেখে আমি মুগ্ধ। সামনে আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে। আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্নক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।"

আইনিউজ/খালেদুল হক/এসডিপি

Green Tea
সর্বশেষ