Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ২১ ডিসেম্বর ২০২০

সিলেট সহ দেশব্যাপী শাবিপ্রবি’র ‘কিন’র শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অন্যতম 'কিন' (KIN)। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যে সংগঠনটি বিভিন্ন সময়ে নানান ধরণের উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে "BaakShow Entertainment - Ray's Comedy Club" এর সহযোগিতায় আয়োজন করে "KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি'২০২০"।

আর এ প্রোগ্রামের ধারাবাহিক অংশ হিসেবে সোমবার (২১ ডিসেম্বর) সিলেটের সুনামগঞ্জের জামালগঞ্জ,লক্ষীপুরের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ১৫০ টি কম্বল এবং ৮০০ জন মানুষকে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার(১৮ ডিসেম্বর) শেরপুরে KIN এবং অন্যান্য স্থানীয় সংগঠন এর সার্বিক সহযোগিতায় ৮০ জন মানুষকে কম্বল আর ১০০ জন মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবং গত শনিবার(১৯ ডিসেম্বর) সিরাজগঞ্জে ২০টি পরিবারের মাঝে কম্বল এবং ২১টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এছাড়াও ইতোমধ্যে নোয়াখালির কোম্পানিগঞ্জ এবং রাঙামাটির তৈমিদুং মৌজার দরিদ্র ও অসহায় মানুষজনের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র এবং আর্থিক সাহায্যের টাকায় কেনা কম্বল। 

উল্লেখ্য, পরবর্তীতে ঢাকা, শ্রীমঙ্গল, ময়মনসিংহ এবং অন্যান্য অঞ্চলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করবে সংগঠনটি। উক্ত কর্মসূচীতে আর্থিক সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত বিকাশ, রকেট এবং ডিবিবিএল নম্বরে। বিকাশ(পারসোনাল) :০১৭৭৬৫৬৭৮১১, রকেট (পারসোনাল): ০১৬১২৭০২১৩০-১, ডিবিবিএল (A/C) : AROVIN AL NAYEM 2011050012175. 


জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ