Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৮, ২২ ডিসেম্বর ২০২০

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৯জন ভিসির উপস্থিতিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা শেষে তাদের নিজস্ব শর্তসাপেক্ষে শিক্ষার্থী ভর্তি নিবে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতিতে এবং মেধাতালিকার কোন পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি নিবেন সে বিষয়ে উপাচার্য কথা বলেছেন।

তিনি বলেন, ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট না নিজ বিভাগে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে।  

গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান ইউনিটের বাংলা-১০, ইংরেজি-১০, পদার্থ বিজ্ঞান-২০, রসায়ন-২০,  গণিত, জীববিজ্ঞান, আইসিটি-৪০ নিয়ে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

ব্যবসায় ইউনিটের বাংলা-১৩, ইংরেজি-১২, হিসাববিজ্ঞান-২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২৫, আইসিটি-২৫ নিয়ে সর্বমোট ১০০ পরীক্ষা হবে।

মানবিক শাখার বাংলা-৪০, ইংরেজি-৩৫, আইসিটি-২৫ নিয়ে সর্বমোট ১০০ নম্বরের এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবে।

তবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে আইসিটি আবশ্যিক এবং সাধারণ জ্ঞান আবশ্যিক না হওয়ায় এবারের ভর্তি পরীক্ষায় আইসিটিকে সিলেবাসভুক্ত করা হয়েছে।

এদিকে স্বাধীন শর্ত আরোপের সুযোগ থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের আবেদনের অনুমতি না রাখলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সে সুযোগ পাবেন।

এতে মেধাতালিকায় প্রথমদিকের শিক্ষার্থীরা পছন্দমত বিশ্ববিদ্যালয়ে এবং স্কোর অনুযায়ী আবেদনের যোগ্যতা পূরণ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

তবে এক্ষেত্রে পরীক্ষায় কোন পাস মার্ক না থাকায় এবারের পরীক্ষায় মেধাতালিকার যে কোন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ