Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ২৪ ডিসেম্বর ২০২০

শাবিপ্রবির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

হল না খুলে আগামী ১৭ জানুয়ারীর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ১৬২তম একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে, হল বন্ধ রেখে পরীক্ষা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একমত না হওয়ায় ৫দফা দাবি জানিয়ে শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন বরাবর স্মারকলিপি দেয় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (সম্যক ব্যাচ) শিক্ষার্থীরা। ৪৮ ঘন্টার মধ্যে এসকল দাবিগুলো মেনে নেওয়ার সময়ও বেঁধে দেয় তারা।

কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন জবাব না পাওয়ায় অবস্থান কর্মসূচী ও সাংস্কৃতিক প্রতিবাদ করে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (সম্যক ব্যাচ) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় শুরু হয়ে ৭ টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচী ও সাংস্কৃতিক প্রতিবাদ চলে।

উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) মশাল মিছিল করে তারা।  যেটি গতকাল রাত ৮ টায় ভার্সিটি গেইট থেকে শুরু হয়ে সুরমা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ