বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুবি কর্মচারী পরিষদের নেতৃত্বে সাইফুল-মিজান

সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি (গ্রেড ১৭-গ্রেড ২০) নির্বাচনে সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নির্বাচন শেষে রাত নয়টায় এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে মো. সাইফুল ইসলাম ৫৮ ভোট পেয়ে জয় লাভ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন পেয়েছেন ৪৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শামসু মিয়া পেয়েছেন ৪৭ ভোট।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছে, সহ-সভাপতি পদে খন্দকার মো. জাহিদ হাসান, মো. ইউছুপ মিয়া ও মো. আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক পদে মো. জসিম উদ্দীন ও মো. শিপন, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মনির হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো. মেহেদী হাসান অপু, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অহিদা বেগম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য পদে আব্দুল ছাত্তার, মো. আবু হানিফ, মো. রাসেল, মো. কবির হোসেন, বেলায়েত হোসেন, মো. শাহ আলম এবং নারায়ণ চন্দ্র দাশ নির্বাচিত হয়েছেন।
আইনিউজ/খালেদুল হক
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক