Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ২৬ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির নবগঠিত কমিটির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যরা।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

এসময় দেশগঠনে বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির জনকের মাগফেরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ