Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:০৯, ২৮ ডিসেম্বর ২০২০

শীতার্তদের সাহায্যার্থে শাবির স্বপ্নোত্থানের উষ্ণতার অভিযান

ফাইল ফটো

ফাইল ফটো

সমাজের অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাস্বেবী সংগঠন ‘স্বপোত্থান’। গত ২৬শে ডিসেম্বর থেকে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২০’ শিরনামে শীতবস্ত্র ও অর্থসাহায্য সংগ্রহ শুরু করেছে। যা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে  এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পন সিংহ।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বপ্নোত্থানের সভাপতি মো. মোছাদ্দেক হাসান এক বিবৃতিতে বলেন, আমাদের সংগঠনের সেচ্ছাসেবীরা তাদের আশেপাশের মানুষের কাছ থেকে শীতের পুরাতন কাপড় সংগ্রহ করে সমাজের হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিবে এবং সেই সাথে সকলের কাছে আহবান থাকবে তাঁরা যেনো এই অসহায় পরিবারগুলোর মাঝে কম্বল এবং শীতের কাপড় বিতরণ এর জন্য আর্থিক সহায়তা করে পাশে থাকেন।

উল্লেখ্য, শাবির এ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত আস্থার সাথে সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া ও অন্যান্য বিষয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া বিনামূল্যে রক্তদান, দুস্থদের সহায়তা, শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণ এদের নিয়মিত কার্যক্রমের অংশ।

জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ