বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুবিতে অভিবাসন শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত

সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগ ও "দি ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর যৌথ আয়োজনে অভিবাসন সম্পর্কিত সম্ভাবনা ও সুযোগ, প্রবণতা, চ্যালেঞ্জ: বাংলাদেশ যুব সমাজের ভূমিকা ও প্রভাব ” শীর্ষক একটি ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
মাইগ্রেশন রিসোর্স সেন্টার(এমঅারসি) এর ফ্যাসিলিটেটর এস.এন রিফাত শাহরিয়ার এর সঞ্চালনায় ওয়েবিনারটি সোমবার(২৮ ডিসেম্বর) সকাল দশটায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
ওয়েবিনার উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
এছাড়াও ওয়েবিনারে আরো উপস্থিত ছিলেন মাইগ্রেশন রিসোর্স সেন্টার অব বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মো.মাহবুবুল আলম, কান্ট্রি কো-অর্ডিনেটর ইকরাম হোসেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হক, সহকারী অধ্যাপক এন.এম রবিউল আওয়াল চৌধুরী, সহকারী অধ্যাপক হাসেনা বেগম, প্রভাষক ইসরাত জাহান লিপাসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
ওয়েবিনারে মাইগ্রেশন,রোহিঙ্গা ক্রাইসিস ও করোনা ভাইরাস প্যানডেমিকের কারণে মাইগ্রেশনের বিভিন্ন প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া কিভাবে একজন মানুষ নিরাপদে অন্যদেশে মাইগ্রেট করতে পারে, কি চ্যালেঞ্জ রয়েছে মাইগ্রেশনে,অবৈধ পথে মাইগ্রেশন মানুষের জীবনকে কতটা বিপদে ফেলতে পারে এবং মাইগ্রেশনের কারণে একজন ব্যক্তির কি সম্ভাবনা, সুযোগ, প্রবণতা ও চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে আলোচনা করেন বক্তারা।
আইনিউজ/খালেদুল হক
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক